সহযোগী পরিচালক পদে একজন মনোনয়নপত্র জমা দেননি

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন : আজ বাছাই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে মনোয়নপত্র দাখিলের দিনে সহযোগী পরিচালক পদে একজন মনোনয়নপত্র জমা দেননি। আজ বৃহস্পতিবার বাছাই। আগামী ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ ২০ মার্চ।

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে দুটি প্যানেলভুক্ত হয়ে প্রার্থীরা ভোটযুদ্ধে নামার প্রায় চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। গতপরশু মনোনয়নপত্র সংগ্রহের দিনই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। যদিও কেউ কেউ বেশ কিছুদিন ধরেই প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন। দ্বিবার্ষিক এই নির্বাচনের গতকাল বুধবার ছিলো মনোনয়ন জমার শেষ দিন। এদিনে সাধারণ পরিচালক ১৪টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৮ জন। এছাড়া ৫টি সহযোগী পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১০জন। এর মধ্যে শেখ জাফর আলী মনোনয়নপত্র জমা দেননি। তিনি সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু প্যানেলভুক্ত হবেন বলে শোনা গেলেও কেন তিনি মনোনয়ন জমা দেননি তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। তবে বর্তমান সভাপতি ইয়াকুব হোসেন মালিক প্যানেলভুক্ত সকলেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমানে সাধারণ সদস্য সংখ্যা ৪৭৫ জন। সহযোগী সদস্য সংখ্যা ৭২ জন।