দামুড়হুদা উপজেলায় হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলায় ছবিসহ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাচন অফিস এ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা দু লাখ ৫ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৩০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার ৭১০ জন।

উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে দামুড়হুদা সদর ইউনিয়নে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৩১ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ২৮১ জন। মোট ভোটার ২৮ হাজার ৬১২ জন। হাউলী ইউনিয়নে পুরুষ ভোটার ১৪ হাজার ১৩৬ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ১৮৪ জন। মোট ভোটার ২৮ হাজার ৩২০ জন। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে পুরুষ ভোটার ৮ হাজার ৮৭১ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯০৪ জন। মোট ভোটার ১৭ হাজার ৭৭৫ জন। কুড়লগাছি ইউনিয়নে পুরুষ ভোটার ১০ হাজার ২১২ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ১৭০ জন। মোট ভোটার ২০ হাজার ৩৮২ জন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে পুরুষ ভোটার ১৬ হাজার ২৬৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ৬৬ জন। মোট ভোটার ৩২ হাজার ৩৩১ জন। নবগঠিত নাটুদহ ইউনিয়নে পুরুষ ভোটার ৬ হাজার ৬৫১ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৭৮২ জন। মোট ভোটার ১৩ হাজার ৪৩৩ জন। পূর্ণগঠিত নতিপোতা ইউনিয়নে পুরুষ ভোটার ৬ হাজার ৫৭২ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৬৪৪ জন। মোট ভোটার ১৩ হাজার ২১৬ জন। জুড়ানপুর ইউনিয়নে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৪৩ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৫৪৪ জন। মোট ভোটার ২৬ হাজার ৯৮৭ জন এবং দর্শনা সভায় পুরুষ ভোটার ১২ হাজার ৪৯ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ১৩৫ জন। মোট ভোটার ২৪ হাজার ১৮৪ জন।