মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার পেলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৫৬ বলে ৭১ রান করার সুবাদে তাকে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয়। ম্যাচ সেরা হওয়ার মত পারফরম্যান্স ছিলো সাকিবেরও। ৬৩ রানের সাথে উইকেট নিয়েছেন দুটি। গুরুত্বপূর্ণ মুহূর্তে রান করার পাশাপাশি বল হাতে এনে দিয়েছিলেন ব্রেক থ্রু। ১১৯ রানে ৪ উইকেট চলে গেলে সাকিব আল হাসানকে সাথে নিয়ে মহাগুরুত্বপূর্ণ ১১৪ রানের জুটি গড়েন মুশফিক। ৪০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। এরপর আউট হন ৭১ রানে। তিনি যখন আউট হন, তখন বাংলদেশের রান ১৪৭। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে মুশফিক বলেন, এটা আমার জন্য সত্যিই দারুণ এক অনুভূতি। মূলত ধন্যবাদটা পাওয়া উচিত দুই ওপেনারের। ধন্যবাদ এখানে উপস্থিত বাংলাদেশি দর্শক ছাড়াও আমার বাবা এবং আঙ্কেলকেও। তারা এখানে থাকার কারণে দারুণ উৎসাহ পেয়েছি।