বেগমপুর ও তিতুদহে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে কেউ কেউ নিয়েছেন বায়না?

চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন প্রাইমারি স্কুলে দপ্তরি-কাম নৈশপ্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম নৈশপ্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই চাকরি প্রত্যাশীরা ধরনা দিতে শুরু করেছে স্থানীয় নেতাদের দ্বারে। আবার কেউ কেউ চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে বায়না নিয়ে ফেলেছেন। একাধিক প্রার্থীর পদচারণায় নেতার বাড়িতে বাড়তি ভিড়।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে ৭ হাজার টাকা বেতনে দপ্তরি-কাম নৈশপ্রহরী পদ সৃষ্টি করে। সে লক্ষ্যে জেলায় প্রথম ধাপে বেশ কিছু বিদ্যালয়ে ওই পদে লোকও নিয়োগ দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গা সদরে ২১টি বিদ্যালয়ে গত ৫ ফেব্রুয়ারি দপ্তরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভায় ৩টি, আলুকদিয়া ইউনিয়নে ৩টি, কুতুবপুর ইউনিয়নে ২টি, শঙ্করচন্দ্র ইউনিয়নে ৩টি, বেগমপুর ইউনিয়নে ৪টি ও তিতুদহ ইউনিয়নে ৬টি বিদ্যালয়ে ওই পদে নিয়োগ দেয়ার লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেগমপুর ইউনিয়নের বিদ্যালয়গুলো হচ্ছে- আকন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিহি কৃঞ্চপুর ও রাঙ্গিয়ারপোতা এবং তিতুদহ ইউনিয়নের বিদ্যালয়গুলো হচ্ছে- খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গহরেপুর, বাটিকাডাঙ্গা, গিরীশনগর, কালুপোল ও তেঘরিয়া সররকারি প্রাথমিক বিদ্যালয়।

বয়স কমিয়ে মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ম শ্রেণি পাস সার্টিফিকেট জোগাড় করে চাকরি প্রত্যাশী প্রার্থীরা ধরনা দিতে শুরু করেছেন স্থানীয় নেতাদের নিকট। এরই মধ্যে অনেক নেতা বায়না নিয়েও ফেলেছেন বলে ইউনিয়ন দুটিতে শুরু হয়েছে জোর গুঞ্জন। এদিকে দপ্তরি-কাম নৈশপ্রহরী নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার অর্থবাণিজ্য যেন না হয় সে ব্যাপারে জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। নিকটবর্তী গ্রাম ঘুরে জানা গেছে, চাকরি প্রার্থীরা ওই পদে নিয়োগ পেতে ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত দিয়েছে। বেগমপুর ও তিতুদহ ইউনিয়নে ১০টি পদের চাকরি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়োগে আবেদন করা যাবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a comment