মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী বললেন, আফগানিস্তানের ওপর কোনো চাপ নেই; সব চাপ বাংলাদেশের ওপর। কেননা, এরই মধ্যে এশিয়া কাপে আমরা তাদেরকে হারিয়েছি।
গত মার্চে এশিয়া কাপে নারায়ণগঞ্জের ফতুল্লায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ওই ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছিলো নবির দল। সংবাদ সম্মেলনে নবী আরও বলেন, আশা করি, সবাই তাদের স্নায়ু ধরে রাখবে এবং চাপটাকেও নিয়ন্ত্রণ করবে। যদি আমরা চাপ নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা ম্যাচে ভালো করতে পারবো।