কেরুর ফুলবাড়ি বাণিজ্যিক কৃষি খামারের ৭ একর জমির আখ পুড়ে ভস্মীভূত

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: কেরু অ্যান্ড কোম্পানির ফুলবাড়ি বাণিজ্যিক কৃষি খামারের বি-ব্লকের ৭ একর জমির আখ পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেন। তবে এ অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি আকস্মিক এ ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য পাওয়া গেছে।

এ ব্যাপারে খামারের কর্মচারীরা জানান, গতকাল বিকেল ৩টার দিকে বি-ব্লকের আখে আকস্মিকভাবে আগুন ধরে ক্ষণিকের মধ্যে ৭ একর জমির আখ সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে অন্য ব্লকে ছড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে কী কারণে আগুন ধরেছে জানা যায়নি। এ ব্যাপারে ফার্ম ইনচার্জ কিবরিয়া জানান, এ ফার্মের আখ কাটার টেন্ডার নিয়েছিলেন হিজলগাড়ির মিঠু। নির্দিষ্ট সময়ের মধ্যে আখ সরবরাহ করতে না পারায় তার চুক্তি বাতিল হয়ে যায়। লেবারের অভাবে ফার্মের কর্মচারীদের দিয়ে আখ কাটা হচ্ছিলো। কী কারণে আগুন লেগেছে জানা যায়নি। তবে এলাকার লোকজন ভিন্ন মত পোষণ করে জানায়, আখ কাটতে অসুবিধা হওয়ায় কর্মচারীদের মধ্য থেকে কেউ পরিকল্পিতভাবে এ কাজ করতে পারে। সঠিক তদন্ত করলে আগুনের রহস্য বেরিয়ে আসবে। অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সকালে হিজলগাড়ি ফার্মে আগুন আবার বিকেলে ফুলবাড়ি ফার্মে আগুনের ঘটনা রহস্যজনক। এর ফলে কোম্পানির ক্ষতি হচ্ছে হাজার হাজার টাকা। অপরদিকে ফায়ার সার্ভিসের গাড়ির তেল খরচে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়টি সঠিকভাবে তদন্ত করা দরকার যাতে এ ধরনের ঘটনা বার বার না ঘটে।