প্রেমে যিনি হয়েছিলেন ব্যাংক ডাকাত

মাথাভাঙ্গা মনিটর: ভালোবাসার মানুষের ইচ্ছাপূরণের জন্য এক সমকামী ব্যক্তি একবার নিউ ইয়র্কে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলেন। তবে সঙ্গী ও অস্ত্রশস্ত্রসহ ব্যাংকে প্রবেশ করলেও সফল হতে পারেননি তিনি। ১৯৭২ সালের আগস্টে ঘটা সেই ঘটনা নিয়ে ডগ ডে অফটারনুন নামের একটি চলচ্চিত্র তৈরি হচ্ছে। বেশ কয়েকটি প্রামাণ্য চিত্রের অনুপ্রেরণাও জুগিয়েছিলো ওই ডাকাতি প্রচেষ্টার ঘটনা। ঘটনাটি ছিলো এ রকম। সমকামী জন ভোজতোভিজ ভালোবাসেন তার পুরুষসঙ্গী আর্নেস্ট অ্যারনকে। এক বছর আগে ঘটা করে তারা বিয়েও করেন। কিন্তু বিয়ের পর অ্যারন নারীর দেহকাঠামো পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। নিজের এই মনোবাসনা পূরণ না হওয়ায় বিমর্ষ অ্যারন আত্মহত্যার চেষ্টাও করেন। তাতে সফল না হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অ্যারনের ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন ভোজতোভিজ। লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের প্রয়োজনীয় টাকা তিনি ব্যাংক ডাকাতি করে সংগ্রহ করার পরিকল্পনা করেন। যেমন ভাবা তেমন কাজ। ১৯৭২ সালের ২২ আগস্ট, ভোজতোভিজ ও অপর দু সঙ্গী স্যালভাতর নাটুরালে ও ববি ওয়েস্টেনবার্গ, শটগান হাতে চেস ম্যানহাটন ব্যাংকের ব্রুকলিন শাখায় হানা দেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের পরিকল্পনা ভেস্তে যায়।