স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া গ্রামের মাদকসম্রাট বোমা তৈরির কারিগর নাজমুলকে হাত ঝলসানো অবস্থায় বেগমপুর ক্যাম্প পুলিশ গ্রেফতার করেছে। বোমা বিস্ফোরণের ৪ দিনের মাথায় পুলিশ নাজমুলকে গ্রেফতার করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১০টার দিকে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালান বেগমপুর ইউনিয়নের মাদকের ঘাটি নামে খ্যাত আকন্দবাড়িয়ার গাঙের ধার পাড়ায়। এ সময় পুলিশ গ্রামের মসজিদের সামনে থেকে গ্রেফতার করেন গ্রামের আব্দুল হান্নানের ছেলে বোমা তৈরির কারিগর চিহ্নিত মাদকব্যবসায়ী নাজমুল হোসেন ওরফে নাজমুলকে (৩৪)।
পুলিশ বলেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নাজমুল নিজ বাড়ির ছাদের ওপর বোমা তৈরি করতে গিয়ে একটি বোমার বিস্ফোরণ ঘটলে তার দু হাত ঝলসে যায়। ঘটনার পর থেকে পুলিশ নাজমুলকে খুঁজতে থাকে। পুলিশ আরও জানায়, নাজমুল একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।