স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী পৌরসভার কলাকান্দা গ্রামে নিজের দেড় বছরের ছেলে শিশু সৌরভ হোসেন সীমান্তকে কুপিয়ে খুন করে মা সূর্যমনি আক্তার শিউলি (২৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীবরদী থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ব্যাপারে সূর্যমনির শাশুড়ি মোর্শেদা বেগমকে (৫০) আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্রীবরদী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম দুলা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রোববার বিকেলে সূর্যমনি তার দেড় বছরের শিশু সীমান্তকে বটি দা দিয়ে কুপিয়ে খুন করে নিজে বসতঘরে ফাঁসিতে ঝুলি আত্মহত্যা করে। এ সময় গৃহবধূ সূর্যমনির স্বামী মোটরসাইকেল মিস্ত্রি বিপ্লব হোসেন দোকানে ও শ্বশুর-শাশুড়ি ক্ষেতে সার দেয়ার জন্যে বাড়ির বাইরে ছিলেন। ঘটনার পর ওই বাড়ির একজন বটি-দা খুঁজতে গিয়ে ঘরের মধ্যে শিশু ও তার মায়ের লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্বার করে থানায় নেয়।