ইয়েমেনে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২৬

মাথাভাঙ্গা মনিটর: শিয়া মুসলিম হুথি আন্দোলনকারীদের ক্ষমতা দখলের প্রতিবাদে ইয়েমেনে অনেকগুলো শহরে লাখো মানুষ প্রতিবাদ মিছিল করেছে। এ পরিস্থিতিতেই দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্যাঞ্চলে হাউথিদের সাথে সুন্নিদের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। হাউথিরা ক্ষমতা গ্রহণের পর এক সপ্তারও কম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ-বিক্ষোভ হলো। নিরাপত্তা শঙ্কায় ইতোমধ্যেই দেশটি থেকে পশ্চিমা ও আরব দেশগুলো তাদের দূতাবাস গুটিয়ে নিয়েছে। দেশটির ইব্ব শহরে প্রতিবাদকারীদের লক্ষ্য করে সশস্ত্র হাউথিরা গুলিবর্ষণ করলে চারজন আহত হন বলে হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। আন্দোলকারীরা জানিয়েছেন, দু সপ্তা আগে রাজধানী সানায় হাউথি-বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সুন্নি নেতা সালেহ আল-বশিরিকে ধরে নিয়ে যায় হাউথি বন্দুকধারীরা। বৃহস্পতিবার বশিরিকে মুক্তি দিয়ে একটি হাসপাতালের ভর্তি করার পর তার মৃত্যু হয়। বশিরির শরীরে নির্যাতনের চিহ্ন ছিলো বলে অভিযোগ করেছেন সুন্নি প্রতিবাদকারীরা। বশিরির মৃত্যুর প্রতিবাদে তারা মিছিল বের করেছিলেন বলে জানিয়েছেন। এ বিষয়ে হাউথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওদিকে একইদিন দক্ষিণাঞ্চলীয় পার্বত্য প্রদেশ আল-বাইদায়, হাউথি যোদ্ধাদের সাথে সুন্নি মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠি ও আল কায়েদা জঙ্গিদের তীব্র লড়াই হয়েছে। এতে ১৬ হাউথি যোদ্ধা ও ১০ সুন্নি নৃগোষ্ঠির সদস্য ও জঙ্গি নিহত হয়েছেন।