কাজী আরেফসহ ৫ জাসদ নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

 

দৌলতপুর প্রতিনিধি: কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের এদিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মণ্ডল।

কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৬ ফেব্রুয়ারি দৌলতপুর উপজেলার পিএম কলেজ মাঠে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট দিনব্যাপি কর্মসূচির আয়োজন করেছে। অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করবে।