আলমডাঙ্গার চিৎলায় গরুর লড়াইকে কেন্দ্র করে মারারিতে আহত ৪

স্টাফ রিপোর্টার: প্রথমে দু গরুর মধ্যে লড়াই। গরুর লড়াই থামলে গরু মালিকদের মধ্যে ধাক্কাধাক্কি। এতেই শেষ নয়। শেষ পর্যন্ত দু পক্ষের সংঘর্ষ। চারজন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল রোববার এমনই এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামে। রক্তাক্ত জখম অবস্থায় ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আজিম উদ্দীন (৬০), তার বড় ভাই শুকুর আলী (৬৫), ছেলে মহাসিন আলী (৩০) এবং ছোট ভাই বিল্লাল হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে (২৮) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিৎলা গ্রামের বিল্লাল হোসেন ও ইরাদ আলী গতকাল বিকেলে গ্রামের মাঠে গরু চরাতে যান। এ সময় দুজনের দুটির গরুর মধ্যে লড়াই লাগে। লড়াই শেষ হলে ইরাদের গরুটিকে মারধর করে বিল্লাল হোসেন। এতে ইরাদ আলী ক্ষিপ্ত হলে বিল্লালের সাথে ধাক্কাধাক্কি হয়। মাঠে ওই পর্যন্ত শেষ হলেও গ্রামে ফিরে ঘটে নতুন ঘটনা। সন্ধ্যায় বিল্লালের ছেলে সাদ্দাম হোসেন ইরাদ আলীর বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় ইরাদ আলী তাকে মারধর করে। সাদ্দাম পালিয়ে বাড়িতে এসে খবর দিলে তার পিতাসহ পরিবারের কয়েকজন মিলে প্রতিবাদ করতে ইরাদ আলীর বাড়ির কাছে যায়। এসময় ইরাদ আলী ও তার ভাই জহির উদ্দীন ও চাচা আজিম উদ্দীনসহ কয়েকজন লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলে পড়েন। বিল্লাল হোসেন পক্ষের চারজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।