কার্পাসডাঙ্গায় হাজি ফকির মহাম্মদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টে আলমডাঙ্গা চ্যাম্পিয়ন

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় হাজি ফকির মহাম্মদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টে আলমডাঙ্গা চ্যাম্পিয়ন হয়। গতকাল শুক্রবার দিনব্যাপি ১৮ দলের খেলা কার্পাসডাঙ্গা হাইস্কুলমাঠে অনুষ্ঠিত হয়। খেলায় আলমডাঙ্গার চিৎলা ও জামজামি ফাইনালে ওঠে। ফাইনালে আলমডাঙ্গার চিৎলা যুবসঙ্ঘ জামজামি স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান আ.লীগ নেতা সহিদুল ইসলাম, আহম্মদ আলী শিক্ষক, হাসমত আলী শিক্ষক, সাইফুল ইসলাম শিক্ষক, মসলেম আলী শিক্ষক ও কমিটির সভাপতি আ.রহিম। এ উপস্থিত ছিলেন রতন, হাফিজুর, জিহান, স্বপন, সুমন, পলাশ, হোসেন, মিল্টন, আব্বাস জাকির হোসেন লিটন, জামান তারিক। খেলাটি পরিচালানা করেন আবু বকর, ইব্রাহিম, লিংকন, লালু ও বক্কর।