মাথাভাঙ্গা মনিটর: আগামীকাল রোববার বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে নামার আগেই বিতর্কে জড়ালেন পাকিস্তানের ক্রিকেটাররা। সিডনিতে গত রোববার রাতে দেরি করে হোটেলে ফেরায় অধিনায়ক শহীদ আফ্রিদিসহ আটজনকে জরিমানা ও সতর্ক করে দেয়া হয়েছে। পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ চিমা আট খেলোয়াড়কে ৩০০ অস্ট্রেলিয়ার ডলার জরিমানা করেছেন। ওই ক্রিকেটাররা ৪৫ মিনিট দেরিতে সিডনির টিম হোটেলে আসায় তিনি এ জরিমানা করেন।
ক্রিকেটাররা তাদের বন্ধুদের বাড়িতে ডিনার করতে গিয়ে এ দেরি হয় বলে জানা গেছে। আট ক্রিকেটার এ ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, আবারো এমন কাজ করলে পরের বিমানেই দেশে পাঠিয়ে দেয়া হবে। বিদেশে সফরে গিয়ে পাক ক্রিকেটারদের এমন কাজ অবশ্য নতুন নয়। ২০১০ সালে ইংল্যান্ডে ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডালে ধরা পড়েছিলেন পাকিস্তানের সালমান বাট, মোহম্মদ আসিফ ও মোহম্মদ ওমর। এজন্য তাদেরকে আন্তর্জাতিক ম্যাচেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।