শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আরো তিনটি মামলার খবর মিলেছে

 

স্টাফ রিপোর্টার: শামসুজ্জামান দুদুকে ঢাকার নাজিম উদ্দীন সড়কস্থ কেন্দ্রীয় কারাগারের হাজতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা পুলিশের নেয়া ৪ দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন। অপরদিকে রূপনগর থানার একটি মামলায় পূর্বেই তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়ে রয়েছে। তবে এ রিমান্ড কবে থেকে শুরু হবে তা নিশ্চিত করে জানা গেলেও তার বিরুদ্ধে আরো ৩টি মামলার খবর পাওয়া গেছে। এ দিয়ে মামলার সংখ্যা ডজন পেরিয়ে ১৪টিতে দাঁড়িয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে গত ১১ জানুয়ারি মিরপুর থানা পুলিশ গ্রেফতার করে। পৃথক তিনটি মামলায় মিরপুর থানা পুলিশ তিন দফায় মোট ১১ দিন রিমান্ডে নেয়। তিন দফার এ রিমান্ড গতকাল শেষ হয়েছে। রূপনগর থানার একটি মামলায় গত ৮ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রূপনগর থানা পুলিশ অবশ্য কবে নাগাদ জিজ্ঞাসাবাদ শুরু করবে তা জানা সম্ভব হয়নি। এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি একটি মামলায় তাকে আদালতে নেয়া হতে পারে। এছাড়া পল্লবী থানায় তার বিরুদ্ধে আরো তিনটি মামলা রুজু রয়েছে বলে খবর পাওয়া গেছে। পল্টন থানায় পূর্ব থেকেই রয়েছে ৬টি মামলা। এ দিয়ে গতকাল পর্যন্ত তার বিরুদ্ধে ১৪টি মামলার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টসূত্র বলেছে, মামলাগুলোর সবই নাশকতা সৃষ্টি।