স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ সরাদেশে রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ও জাতীয় সংলাপের দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা এসএম হানিফ। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য দামুড়হুদা উপজেলার জয়রামপুরের স্বেচ্ছাসেবী সংগঠন পড়শীর প্রতিষ্ঠাতা সম্পাদক এসএম হানিফ একটি কালো রঙের ব্যানার টানিয়ে প্রেসক্লাব গেটে একক অবস্থান কর্মসূচি পালন করেন। ব্যানারে লেখা ছিলো ‘কৃষক-শ্রমিক জনতা, গড়ে তোল একতা। পরিবারতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। এছাড়া সারাদেশে রাজনৈতিক সঙ্কটে খুন, গুম, গ্রেফতার, ক্রসফায়ার, পেট্রোলবোমায় দগ্ধ, ককটেল বোমার নারকীয় তাণ্ডবের প্রতিবাদে এবং জাতীয় সংলাপের দাবিতে একক অবস্থান কর্মসূচি। এ সময় এসএম হানিফ পানি, চা ও আলুর চিপ খেয়ে সময় কাটান। পথচারীরা প্রেসক্লাবের সামনে কিছু সময় অবস্থান কর্মসূচি দেখে আবার নিজ নিজ গন্তব্যে চলে যান।
হানিফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের মৌলিক অধিকার এবং ভোটাধিকার লঙ্ঘন হয়েছে। ওটা ছিলো, নির্বাচনের নামে প্রহসন। বাংলাদেশে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। রাজনীতির নামে যা হচ্ছে তা দ্রুত বন্ধ করতে হবে। বড় রাজনৈতিক দু দলের সংলাপের মাধমে একটি সুন্দর ও পরিছন্ন নির্বাচন নিশ্চিত করতে হবে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে এসএম হানিফ আরো বলেন, দেশের মানুষ পুড়ছে, মরছে এবং দেশের অর্থনীতি বিকলাঙ্গ হওয়ার পথে। এ সময় দেশের স্বার্থে দু নেত্রীকে জাতীয় সংলাপে অংশ নিয়ে জাতিকে মুক্তির দাবি জানান।