দ্বিতীয় স্ত্রীর ভাইদের পিটুনিতে হাসপাতালে ভর্তি হয়েছেন চুয়াডাঙ্গা ঝাজরির শফিকুল

 

স্টাফ রিপোর্টার: দু সতীনের চুলোচুলির ঘটনায় দ্বিতীয় স্ত্রীর ভাইদের পিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে স্বামী শফিকুল ইসলাম। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝাঝরি গ্রামের।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে বেগমপুর ইউনিয়নের ঝাজরি গ্রামের রওশন আলীর ছেলে শফিকুল ইসলাম স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করে গ্রামেই কিয়ামত আলীর মেয়ে খালেদা খাতুনকে। এ নিয়ে যেমন শফিকুলের সাথে প্রথম স্ত্রী ছায়েরা খাতুনের মনোমালিন্য চলেছে। অন্যদিকে সতীন খালেদার সাথে ঝগড়া। গতকাল বৃহস্পতিবার দু সতীন ঝগড়ার এক পর্যায়ে মারামারি করে। খালেদার বাড়ি গ্রামের হওয়ায় রাতে তার ভাই শাজাহান ও চাচাতো ভাই বাবুর আলী মিলে শফিকুলকের দোকান ভাঙচুর ও মারধর করে ফেলে রেখে যায়। পরে পরিবারে লোকজন আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শফিকুল অভিযোগ করে বলেছেন, দোকানে ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যায় তারা।

Leave a comment