যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন মুসলিম নিহত

মাথাভাঙ্গা মনিটর: তরুণ বয়সী তিন মুসলিমকে হত্যার অভিযোগে এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। গাড়ি পার্কিং নিয়ে বিরোধ ও সম্ভাব্য মুসলিম-বিদ্বেষ থেকে এদের হত্যা করা হতে পারে বলে বুধবার জানিয়েছে পুলিশ। এ বন্দুকধারী ফেসবুকে ধর্ম-বিরোধী বার্তা পোস্ট করেছিলেন ও প্রতিবেশীদের সাথে কলহে জড়িয়ে পড়েছিলেন বলেও জানিয়েছে পুলিশ। উত্তর ক্যারোলাইনার চ্যাপেল হিলে বসবাসকারী গ্রেফতার ক্রেইগ স্টেফেন হিকস (৪৬) আইনের ছাত্র। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির খুনের অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উত্তর ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তিন কি.মি দূরে গুলির্বষণে খুনের এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উত্তর ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ডেন্টালের শিক্ষার্থী নববিবাহিত দেহ শাদ্দি বারাকাত (২৩), তার স্ত্রী উসোর মোহাম্মাদ (২১) এবং উসোরের বোন রাজান মোহাম্মাদ আবু-সালহা (১৯) । নিহতরা সবাই মানবিক ত্রাণ কর্মসূচির সাথে জড়িত ছিলেন। গত বুধবার সন্ধ্যায় তারা মাগরিবের নামাজের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন।