কাদের সিদ্দিকীর ১৫ দিন : আগামীকাল বসছেন বি চৌধুরী

 

স্টাফ রিপোর্টার: চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে দু নেত্রীকে সংলাপে বসানোর দাবিতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী আগামীকাল শনিবার প্রতীকী গণঅনশনে বসবেন। এদিকে একই দাবিতে ১৫ দিন ধরে ফুটপাতে মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিকল্পধারার জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করা হবে। ২৫ জানুয়ারি বি চৌধুরী সংবাদ সম্মেলন করে দেশের চলমান সঙ্কট নিরসনে দু নেত্রীকে সাত দিনের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানান। এ সময়ের মধ্যে তারা আলোচনায় না বসলে সাধারণ মানুষ, ছাত্র-শিক্ষক ও কৃষক-শ্রমিকদের নিয়ে গণঅনশনে বসা হবে বলে ঘোষণা দেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে দু নেত্রী আলোচনায় না বসায় ২ ফেব্রুয়ারি বিবৃতিতে দু নেত্রীকে আবারও আলোচনায় বসার তাগিদ দেন তিনি। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় শনিবার গণঅনশনে বসছেন বি চৌধুরী। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী গণঅনশন কর্মসূচিতে দেশপ্রেমিক, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানান। প্রতীকী গণঅনশনে বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। এদিকে ১৫ দিনের মতো মতিঝিলে রাস্তার ফুটপাতে প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ ও বিএনপি নেত্রীকে অবরোধ প্রত্যাহারর দাবিতে অনশন অব্যাহত রেখেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

Leave a comment