ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া

মাথাভাঙ্গা মনিটর: ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। লম্বা সময় ধরে চলা আলোচনার পর এ সিদ্ধান্তে একমত হয়েছেন দেশগুলোর নেতৃবৃন্দ। বেলারুশের রাজধানী মিনস্কে বুধবার জার্মানি এবং ফ্রান্সের মধ্যস্থতায় এ আলোচনা শুরু হয়। টানা ১৭ ঘণ্টা আলাপ আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছান নেতারা। চুক্তি অনুসারে শনিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ফ্রন্ট লাইন থেকে ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহারের কথা বলা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বলেছেন, দু পক্ষ সকল বন্দিকে মুক্তি দেবে। রাশিয়ার সাথে সীমান্তের পুনঃনিয়ন্ত্রণ নেবে ইউক্রেন।