আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী বাজারের ৪টি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ককে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ মেডিসিন রাখা ও ফ্রি স্যাম্পুল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন। এ সময় আরেফিন ফার্মেসির মালিক আশরাফুল ইসলামকে দু হাজার টাকা, ভাই ভাই ফার্মেসির মালিক রাশেদ পারভেজকে দু হাজার টাকা, হারদী ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিসের মালিক আখেরুজ্জামান খানকে ১০ হাজার টাকা, শিশির ফার্মেসির মালিক ডা. উদয় শঙ্কর বিশ্বাসকে ৫শ টাকা মোট ১৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় সাথে ছিলেন চুয়াডাঙ্গা-মেহেরপুরের ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এসএম সুলতানুল আরেফিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এএসএম সাইফুল্লাহ মোরশেদ, উপজেলা প্রকল্প অফিসার মিজানুর রহমান ও ওসমানপুর ক্যাম্পের আইসি এএসআই দরবেশ।