টিপ্পনী

 

খবর: (গাংনীতে সন্ধ্যারাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি)

 

পাহারাদার দেয় পাহারা রাতে

র‌্যাব-পুলিশও থাকে সাথে সাথে

এর মধ্যেও হয় ডাকাতি-চুরি

তবে কি সব হলো শ্মশানপুরী?

 

সবাই শুধু সাহস জোগায় মুখে

দুরু দুরু ভয়রা কাঁপে বুকে

সাঁঝের বেলা ঘুমোতে যাই যেই

বেঁচে থেকেও অবস্থাটা নেই!

 

কখন কোথায় পাতছে খুনি আড়ি

লাশের ওপর জ্বলছে গাড়ি-বাড়ি

কার যে কখন মরণ আসে ঠোঁটে

ঘরে থেকেও মরছি ভয়ের চোটে!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment