জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত মহিলা মাদকব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মাদকব্যবসায়ী হালিমা বেগমকে (৪৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলার উথলী গ্রামের আব্বাছ আলীর স্ত্রী হালিমা বেগমকে গতকাল দুপুরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত হালিমাকে গাঁজাসহ ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নুরুল হাফিজ তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত মহিলা মাদকব্যবসায়ী হালিমাকে গতকালই চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।