রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ব্যবসায়ীদের লাল-সবুজের জাতীয় পতাকা নিয়ে মানবনন্ধন

সবার উপরে দেশ : দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গাসহ সারাদেশে চেম্বার অব কমার্সের কর্মসূচি পালন

 

স্টাফ রিপোর্টার: বিরাজমান রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপি ব্যবসায়ীদের মানববন্ধন ও শান্তি সমাবেশের অংশ হিসেবে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন পালন করেছেন ব্যবসায়ীরা। ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও, জানমালের নিরাপত্তা চায়, ব্যবসার নিরাপত্তা চায়’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ব্যবসায়ী জনতা অবস্থান কর্মসূচি পালন করেছে। এফবিসিসিআইর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১২টায় শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালিত হয়। দর্শনার ব্যবসায়ীরাও অভিন্ন কর্মসূচি পালন করেছে।

SAM_3074

চুয়াডাঙ্গা চেম্বার সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের এ অবস্থান কর্মসূচি থেকে ব্যবসায়ীরা জানমালের নিরাপত্তাসহ ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে সরকার ও ২০ দলীয় জোট নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। এতে চেম্বার ও ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ‘সবার উপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে অব্যাহত অবরোধ-হরতালের প্রতিবাদ করেন।

এ সময় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন। শ শ ব্যবসায়ী লাল-সবুজের জাতীয় পতাকা নিয়ে মানববন্ধনে অংশ নেন। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ও জেলা দোকান মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দকে সহিংসতার পথ থেকে বেরিয়ে এসে দেশ ও জনগণের কল্যাণে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। মাববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সাইদুজ্জামান বাবু, জেলা পরিবেশক সমিতির সভাপতি তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন চান্নু, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, কেদারগঞ্জ নতুন বাজার সমিতির সভাপতি আসলাম উদ্দিন, জেলা হোটেল রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি এএনএম আরিফ, রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, ডা. নাজমুল আলম, পেট্রোলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সভাপতি, হাবিল হোসেন জোয়ার্দ্দার, শিক্ষক-অভিভাবক ফোরামের সভাপতি আব্দুল মোতালেব, পুরাতন বড়বাজার কমিটির সভাপতি শফি উদ্দিন, জেলা ট্রাক-মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাভলু, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির রোকন উদ্দিন মিলু, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য ফজলে রাব্বি মুন্সি ফিট্টু, রেল বাজার কাঁচা বাজার সমিতির সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু ও কাঁচা বাজার আড়ত সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম। এছাড়া আলী হোসেন মার্কেট, ফাতেমা প্লাজা, প্রিন্স প্লাজা, ফেরিঘাট রোড, শহীদ আবুল কাশেম সড়কের পাশে ব্যবসায়ীবৃন্দ, ভি.জে স্কুল সড়ক মাকের্ট, কোর্ট রোডের ব্যবসায়ীবৃন্দ, জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ, অন্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীমহল উপস্থিত হয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা চেম্বার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহারিন হক মালিক, মঞ্জুরুল আলম মালিক লার্জ, সালাউদ্দিন মো. মর্ত্তুজা, এসএম তসলিম আরিফ বাবু, নীল রতন সাহা, একেএম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তাজুল ইসলাম তাজু, সেলিম আহমেদ, হারুন অর রশিদ, কিশোর কুমার কুণ্ডু, নাসির আহাদ জোয়ার্দ্দার, কামরুল ইসলাম হিরা ও সুরেশ কুমার আগরওয়ালা।

কর্মসূচির শুরতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ দোকানমালিক সমিতির সহসম্পাদক হাজি হেলাল। এরপর বিগত ১ মাসে জ্বালাও পোড়াও হরলতাল অবরোধ তথা সহিংস রাজনীতির শিকার প্রয়াত ব্যবসায়ী ও নিরীহ জনগণের আত্মার শান্তি কামনায় জাতীয় পতাকা উঁচু করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলে এক সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। মানববন্ধন কর্মসূচিটি পরিচালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি মতিয়ার রহমান।

দর্শনা অফিস জানিয়েছে, দেশে চলমান সহিংসতা, হরতাল-অবরোধ বন্ধ করে ব্যবসায়ীদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন করেছেন দর্শনার ব্যবসায়ীরা। গতকাল রোববার দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত দর্শনা রেলবাজার, পুরাতন বাজার ও বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, গোলাম ফারুক আরিফ, আ. জলিল, রবিউল হক সুমন, খন্দকার জহিরুল ইসলাম, আবুল বাসার, রতন, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন সহ বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ।