টিপ্পনী

খবর:(গাংনীর আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ ছাত্রকে পেটালেন প্রধান শিক্ষক)

 

সবাই মারে সবাই শাসায়

স্কুলে যাই পড়ার আশায়

সে গুড়ে তাও বালি,

মারধর খাই খালি।

 

স্যাররা শুধু ধরে লাঠায়

শক্ত লাঠি ভাঙে-ফাটায়

হায়রে মরি মরি,

এখন কী যে করি।

 

স্যারের কাছে আমরা ঘা খাই

অন্য মানুষ সুযোগ পাকায়

লেখাপড়া লাটে,

ঘুমিয়ে আছে খাটে!

 

-আহাদ আলী মোল্লা