মোটরসাইকেল মোবাইলফোন ও নগদ টাকা ছিনতাই : গ্রামবাসীর প্রতিরোধ

আলমডাঙ্গার বকশিপুর মাজু গ্রামের মাঠে ছিনতাইকারীদের তাণ্ডব

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বকশিপুর মাজু গ্রামের মাঠ থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের পর গ্রামবাসীর প্রতেরোধের মুখে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ছিনতাইকারীরা। গত শনিবার রাত ৯টার দিকে ৬-৭ জনের একদল ছিনকাইকারী তিন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২ মোটরসাইকেল ও নগদ টাকাসহ মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে।

জানা গেছে, কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দুর্গাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে গোলাম বিশ্বাসের একটি মোটরসাইকেল, মাজু গ্রামের ডা. ইছাহক আলীর ছেলে আওয়ালের একটি মোটরসাইকেল এবং খোদাবক্সের ছেলে মুকাদ্দেস, চিনিরদ্দির ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তোফাজ্জেলসহ ৪-৫ জন আলমডাঙ্গা থেকে কাজ সেরে মোটরসাইকেলযোগে শনিবার রাত ৯টার দিকে বাড়ি যাওয়ার সময় মাজু বকশিপুর মাঠে একদল ছিনতাইকারীর কবলে পড়ে। প্রথমে গোলাম ও আওয়ালকে বেঁধে রেখে দুটি মোরসাইকেল ও মোবাইলফোন কেড়ে নেয় এবং মুকাদ্দেসের মোটরসাইকেলে দুধের কন্টেইনার থাকায় তার গাড়িটি না নিয়ে তার কাছ থেকে ১৫ হাজার টাকা কেড়ে নেয় এবং তোফাজ্জেলের কাছে থাকা ৫০ হাজার টাকা কেড়ে নেয়। ছিনতাইকারীরা দুটি মোটরসাইকেল নিয়ে মাজু গ্রামের দিকে যায়। এদের মধ্যে একজনের কাছে একটি মোবাইলফোন থাকায় ছিনতাইকারীরা যাওয়ার পর তারা গ্রামে ফোন করে বলে আমাদের কাছ থেকে মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনতাই হয়েছে। এ সময় গ্রামবাসী রাস্তায় ছিনতাইকারীদের বাঁধা দিলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে রেখে কুমার নদী পার হয়ে পালিয়ে গেলেও ছিনতাইকারীরা নগদ ৬৫ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে।