মাদককারবারী প্রসাদকে মাদকসহ ধরে পুলিশে সোপর্দ

চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ে ব্রিজের নিকট মাদক ফেরির সময় প্রতিরোধ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চুনুরিপাড়ার মাদকব্যবসায়ী প্রসাদ সরকারকে ঘুমের ইনজেকশন ও গাঁজাসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দৌলাতদিয়াড় ব্রিজের নিকট থেকে তাকে ধরে পুলিশে দেয়া হয়। জনগণের নিকট থেকে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নেন সদর থানার এসআই কাজী নাসিরুলসহ সঙ্গীয় ফোর্স।

জানা গছে, চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় চুনুরিপাড়ার বাদল সরকারের ছেলে প্রসাদ সরকার (৩২) দীর্ঘদিন ধরে ঘুমের ইনজেকশনসহ বিভিন্ন প্রকারের মাদক বিক্রিসহ পাচার করে আসছিলো। গতকাল বিকেলে ব্রিজের অদূরে সে প্রকাশ্যেই মাদকসেবীদের নিকট ঘুমের ইনজেকশনসহ গাঁজা বিক্রির জন্য ঘুর ঘুর করতে থাকে। স্থানীয় যুবসমাজ এ তথ্য জানিয়ে বলেছে, সম্প্রতি চিহ্নিত হয়ে ওঠা মাদককারবারী প্রসাদকে জনগণ ধরে পুলিশে খবর দেয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ৬ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন ও ৩ পুরিয়া গাঁজা।

সদর থানা পুলিশ বলেছে, জনগণের সহযোগিতায় গ্রেফতারকৃত প্রসাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

Leave a comment