আবুল কালাম আজাদের তিন মাসের কারাদণ্ড

মেহেরপুরের বারাদী বাজারে হোমিও ওষুধের আড়ালে অ্যালোপ্যাথিক চিকিৎসা

বারাদী প্রতিনিধি: হোমিও চিকিৎসার আড়ালে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেয়া ও হোমিও চিকিৎসার সনদ না থাকার অপরাধে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ বারাদী বাজারের আজাদ হোমিও হলের স্বত্বাধিকারী। তার বাড়ি কলাইডাঙ্গা গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সনদপত্র ছাড়াই বারাদী বাজারে সাইনবোর্ড টানিয়ে চিকিৎসা দেন আবুল কালাম আজাদ। নামের আগে লিখেছেন ডাক্তার। এছাড়াও হোমিও চিকিৎসার আড়ালে কানের অ্যালোপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছেন তিনি। এলাকায় তিনি কর্ণ চিকিৎসক নামে পরিচিত। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তার অপরাধের প্রমাণ মেলে। বাংলাদেশ হোমিওপ্যাথি প্র্যাকটিস অধ্যাদেশ ১৯৮৩’র ৩৭ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের আদেশে গতকাল রোববার বিকেলেই তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানা সূত্রে জানা গেছে।