ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান একটি মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিতকরণে বর্তমান সরকার নানামুখি কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় যার জমি আছে ঘর নেই তার জমিতে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় কার্পাসডাঙ্গায় গৃহনির্মাণ কাজের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কার্পাসডাঙ্গা মালোপাড়ায় বিধবা শঙ্করী রাণীর ঘর নির্মাণের মধ্যদিয়ে ২ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, আ.লীগ নেতা আ. কাদের বিশ্বাস, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন প্রমুখ।