চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: জীবননগর উথলী আমতলাপাড়ার আবু তালেব (৩৫) ফেনসিডিল পাচারের সময় চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে থেকে তাকে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১৯২ বোতল ফেনসিডিল।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিম, এএসআই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি অভিযান শুরু করেন। আলমসাধুযোগে ফেনসিডিল পাচারের সময় গোয়েন্দা পুলিশের সামনে পড়ে। হাতেনাতে ধরা পড়ে আবু তালেব। সে জীবননগর উপজেলার উথলী আমতলার আলী হোসেনের ছেলে। পুলিশ বলেছে, আবু তালেবের নিকট থেকে পাচারমুখি ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।