স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নূরনগর-কলোনির লিটন ড্রাইভারকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতরাত ৮টার দিকে জাফরপুর স্টেডিয়ামপাড়ায় তাকে কুপিয়ে জখম করা হয়।
কলোনিপাড়ার কালু ড্রাইভারের ছেলে লিটন ড্রাইভারকে (৪৬) কেন কুপিয়ে জখম করা হয়েছে? তার শয্যাপাশে থাকা লোকজন বলেছেন, জাফরপুরের জহুরুল ড্রাইভারের নিকট থেকে মোটরসাইকেল নিয়ে পরে ফেরত দিতে গেলে কয়েকজন যুবক আটকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। তাদের তেমন কাউকে লিটন ড্রাইভার চিনতে পারেনি বলেও জানিয়েছেন। অপরদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের স্থানীয়দের বরাত দিয়ে বলেছেন, রাতে এক মহিলার কাছে বসে কথা বলছিলো লিটন ড্রাইভার। এ সময় কয়েকজন তাকে ধরে মারপিট করেছে। আড়ালে অন্য কোনো ঘটনা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
গুরুতর জখম লিটন ড্রাইভারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।