স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরে গবরগাড়ার গৃহবধূ আকলিমা খাতুনের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে আকলিমা তার স্বামীগৃহে বিষপান করে বলে জানিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আকলিমা খাতুন তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার পর রফিকুল ইসলাম বলেন, আমার প্রথম স্ত্রীর কন্যা চলে যাবে বলে বাজার থেকে মাংস আনি। রান্না করতে বললে স্ত্রী আকলিমা আপত্তি তোলে। এ নিয়ে বাগবিতণ্ডা হয়। মারধরও করা হয়। এক পর্যায়ে আকলিমা ঘরে থাকা দানাদার বিষ নিয়ে খায়। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আকলিমাকে কি বেশি মরা হয়েছে? এ প্রশ্নের জবাব না দিয়ে রফিকুলসহ তার সাথে থাকা লোকজন মৃতদেহ দ্রুত নিজ গ্রামে নেয়ার জন্য অস্থির হয়ে পড়েন।