দৌলাতদিয়াড়ের প্রবীণ ব্যক্তি সোনা সরদারের ইন্তেকাল : দাফন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় সরদার পরিবারের প্রবীণ সদস্য আব্দুর রউফ সোনা সরদার ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজেউন)। গতকাল শুক্রবার ভোরে তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো একশর অধিক। অনেকেরই অভিমত, তিনি ১০৫ বছর বয়সে চিরবিদায় নিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ৫ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদজুমা সরদারপাড়া ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে একই মহল্লার কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় সরদারপাড়ার মৃত গোলাম রাব্বানী সরদারের ছেলে আব্দুর রউফ জীবনের অধিকাংশ সময়ই ভূষিমালের ব্যবসা করেছেন। তিনি সোনা সরদার হিসেবেই বহুল পরিচিত ছিলেন। ধার্মিক সদালাপী সোনা সরদার বার্ধক্যে কাবু না হলেও পড়ে একটি পা ভেঙে বেশ কিছুদিন স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারান। পরিবারের সদস্যরা বলেছেন, গতপরশু রাতে তিনি ঘুমিয়ে পড়েন। ভোররাত ৪টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোনা সরদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহল্লাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাদজুমা নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।