টিপ্পনী

খবর:(পেট্রোল বোমাসহ ছাত্রদলের দু নেতাকে পুলিশে সোপর্দ)

 

লেকের গায়ে গুঁতোও খালি

চালিয়ে বেড়াও শিং

আমজনতা ধরে সেদিন

দিলো কী সানটিং।

 

বাসে বাসে আগুন জ্বালাও

জানো না এর সুখ

ধরা খেলেই বুঝবে মজা

কান কাটা উজবুক।

 

তালকানা সব ছোকরা ফাজিল

বাড়লে বাড়িস কম

ফঁসকালে পা বুঝবি ঠেলা

সামনে খাড়া যম!

 

-আহাদ আলী মোল্লা