চুয়াডাঙ্গায় কলেজছাত্রসহ দুজনের আত্মহত্যার অপচেষ্টা : হাসপাতালে ভর্তি

 

স্টাফ রিপোর্টার: ভুলের কারণে অনার্সে ভর্তি হতে না পেরে পরিবারের গঞ্জনায় বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে কলেজছাত্র মনিরুজ্জামান মনির। গতকাল বৃহস্পতিবার বিষপান করলে তাকে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মাবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের ইলাহী বকসের ছেলে মনিরুজ্জামান মনির এইচএসসি পাস করে। অনার্সে ভর্তি হবে। মনির জানতো ভর্তির শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি। কিন্তু গতকাল তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে ভর্তি শেষ তারিখ ছিলো গত ২৭ জানুয়ারি। এ কথা বাড়ির লোকজন জানতে পেরে বকাবকি করে। অভিমান করে মনির বিষপান করে আত্মহত্যা অপচেষ্টা চালায়।

অপরদিকে গতকাল বৃহস্পতিবার আলমডাডাঙ্গার চিৎলা স্কুলপাড়ার হাবিবুর রহমানের স্ত্রী সাহেরা খাতুন বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। সে পারিবারিক কলহর জের ধরে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।