চুয়াডাঙ্গা সদর থানার এসআই বাকের অসুস্থ : হাসপাতালে ভর্তি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার এসআই আব্দুল বারেককে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত ৯টার দিকে তিনি থানা কোয়ার্টারে হঠাৎ করে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎস ডা. সউদ কবীর মালিক জন জানান, অতিরিক্ত পেশার বেড়ে যাওয়ার কারণে নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসা চলছে আশা করি তিনি ভালো হয়ে উঠবেন। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান দ্রুত হাসপাতালে ছুটে যান। এ সময় এসআই আব্দুল বারেকের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।