ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুরে আ.লীগ নেতা ইয়াসনবীর ওপর বোমা হামলার আসামি মাজেদুলকে ৪ মাসের মাথায় গ্রেফতার করেছে পুলিশ। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দামুড়হুদা উপজেলার নবগঠিত নাটুদা ইউনিয়ন আ.লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসনবীর ওপর বোমা ও গুলি চালায়। অল্পের জন্য ইয়াসনবী প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হন তার সাথে থাকা যুবলীগ নেতা আছের আলী (৪৫)। বোমা হামলা ঘটনায় আ.লীগ নেতা ইয়াসনবী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মাজেদুলসহ ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করে। গত বুধবার সন্ধ্যায় দামুড়হুদার নাটুদা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় উপজেলার জগন্নাথপুর বাজারে। পুলিশ গ্রেফতার করে বোমা হামলার মামলার আসামি মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের জাহান আলীর ছেলে মাজেদুল ইসলামকে (২৪)। পুলিশ বলেছে, মাজেদুলের নামে বোমা হামলা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।