ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ : আহত ১

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেন ও ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরকারি কলেজ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ইসাহাক আলী (৪২) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন জানান, সকাল সাড়ে ৭টার দিকে খুলনাগামী মালবাহী ট্রেনটি সরকারি কলেজ রেলক্রসিঙের কাছে এলে অপরদিক থেকে একটি ইটবোঝাই ট্রাক ওই লাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ওসি জানান, ট্রাকে থাকা অন্যরা লোকজন লাফ দিয়ে আত্মরক্ষা করে। তবে চালক ভেতরে থাকায় গুরুতর আহত হন। তবে এতে ট্রেনের কোনো ক্ষতি হয়নি এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, এ রেলক্রসিঙে কোনো গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিন শ শ ছোট-বড় যানবাহন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে।