এনটিভির চেয়ারম্যানের মুক্তি দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

 

ঝিনাইদহ অফিস: এনটিভির চেয়ারম্যান এবং বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর-প্রেসিডেন্ট মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তি দাবিতে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকরা। ঝিনাইদহ প্রেসক্লাব ও ঝিনাইদহ ইলেকট্রনিক মিডিয়া রিপোর্টাস অ্যাসোসিয়েশনের আয়োজনে সকাল ১১টায় প্রেসক্লাব ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে একুশে এম রায়হান, শেখ সেলিম, আলাউদ্দীন আজাদ, শহীদুল ইসলাম, আমিনুর রহমান টুকু, বিমল সাহা, নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আহমেদ নাসিম আনসারী, শাহনেওয়াজ খান সুমনসহ সাংবাদিকরা বক্তব্য রাখেন।