আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক নেশাখোরের কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা মুন্সিগঞ্জ হুইদেরপুর গ্রামের অসুস্থ পিতার আর্তনাদে নেশারখোর ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন।

জানা গেছে, উপজেলা মুন্সিগঞ্জ হুইদেরপুর গ্রামের মোস্তব আলীর ছেলে দৌলত (৩৫) দীর্ঘদিন যাবত নেশা করে। সে নেশার টাকার জন্য পরিবারের সকলের সাথে প্রতিনিয়ত অশান্তি করতো। দৌলত গাঁজা থেকে শুরু করে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য সেবন করে। গতপরশু দিন নেশার টাকার জন্য দৌলত তার বাবাকে মারধর করতে যায়। তার অসুস্থ বাবা বাধ্য হয়ে মুন্সি ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমানকে জানান। গতকাল সকালে দৌলতকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ভ্রাম্যামাণ আদালত পরিচালনার মাধ্যমে দৌলতকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এসআই বদিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।