মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল বুধবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও এক পথচারী আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- মোটরসাইকেলচালক নাজিরাকোনা গ্রামের তাহাজ উদ্দীন (৩৫) ও পথচারী মানিকনগর গ্রামের জহুরা খাতুন (৫৫)। দুজনকেই মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজ উদ্দীন মুজিবনগর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছুলে পথচারী ওই নারীকে ধাক্কা দেয়। এ সময় দুজনই রাস্তার ওপরে ছিটকে পড়ে আহত হন।