দর্শনায় ফেনসিডিলসহ আলমডাঙ্গার সুজন গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়েছে দর্শনা পৌর শহরের পরানপুর বেলেমাঠ পাড়ায়। পুলিশ বেলে মাঠপাড়া থেকে ফেনসিডিলসহ আলমডাঙ্গার সুজন নামের এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই শাহীন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পৌর শহরের পরানপুর বেলেমাঠপাড়ায়। পুলিশ বেলে মাঠপাড়া থেকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের জাদবপুর গ্রামের মন্টু সরদারের ছেলের সুজনকে গ্রেফতার করে।

পুলিশ বলেছে, গ্রেফতারকৃত সুজনের দেহ তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে সেট করা অবস্থায় ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকালই সুজনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।