ক্ষমতার দাপটে ৫ বিঘা জমির দখল ছাড়ছেনা বেল্টু ও মহি : জমির মালিক সন্টুকে হুমকি

দর্শনা অফিস: দামুড়হুদা লোকনাথপুরের বেল্টু ও ছোটদুধপাতিলার মহি কাজি ক্ষমতার দাপট দেখিয়ে ৫ বিঘা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন ধরে। জমির মালিক পক্ষকে হত্যাসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। অভিযুক্ত ভূমিদস্যু বেল্টু ও মহির কাছ থেকে জমি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দর্শনার সন্টু। দর্শনা পৌর শহরের ইসলাম বাজারপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। ১৯৬৬ সালে আনোয়ারুল ইসলাম দামুড়হুদার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা মাঠে তিন দাগে ৫ বিঘা ২ শতক জমি তার স্ত্রী সামিরুন নেছার নামে কেনেন। সেই থেকে সামিরুন নেছা খাজনা পরিশোধ করে আসছেন। ১৯৮৬ সালে শেষের দিকে এ জমি বন্দবস্ত নেন ছোটদুধপাতিলা গ্রামের মাও. আবুল কাশেমের ছেলে জামায়াত নেতা মহিরউদ্দিন কাজি। লোকনাথপুরের ফজলুল হকের ছেলে আমিন উদ্দিন ওরফে বেল্টুকে সাথে নিয়ে মহির কাজি ভোল পাল্টেছেন। রাতারাতি বন্দোবস্তকৃত জমির মালিক বনে গেছেন। বেল্টু ক্ষমতাসীন নেতা পরিচয়ে জামায়াত নেতা মহিরকে নিয়ে জমি দখলের নীলনকশা শুরু করেছেন। মহি ও বেল্টু জমি দখলের পাঁয়তারার ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এদিকে আনোয়ারুল ইসলামের ছেলে আশরাফুল আলম সন্টু ও তার পরিবারের সদস্যরা জমি দখল করতে গিয়েই বিপাকে পড়েছেন। বেল্টু ও মহিরের অব্যাহত হুমকি-ধামকিতে চরম আতঙ্কে রয়েছেন সন্টু ও তার পরিবারের সদস্যরা। এরই মধ্যে সালিসসভায় সিদ্ধান্ত ও পুলিশের ১৫৪ ধারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেল্টু এবং মহি দাপটের সাথেই ওই জমিতে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। বহু অপকর্মের হোতা বেল্টু ও মহির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ সন্টুর জমি দখলের ক্ষেত্রে পুলিশ প্রসাশনের ভূমিকা জরুরি বলে দাবি করেছে সচেতনমহল।

এদিকে আশরাফুল আলম সন্টু জমি ফেরত পেতে দর্শনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বেল্টু ও মহির বিরুদ্ধে নানামুখি অভিযোগ করেছেন।