খবর:(দামুড়হুদায় ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত : জরিমানা)
বছর বছর ভাটায় আগুন জ্বালি
বানাই আমি পাকা পাকা ইট
মেশিন দিয়ে মাখাই কাদা বালি
ইটের বাজার হয় বেশুমার হিট।
মাঝে মাঝে দাম হয়ে যায় চড়া
মনে মনে বেজায় লাগে সুখ
সহজে কেউ পায় না দামের তড়া
বন্ধ করি অনেক নেতার মুখ।
কয়লা বাদে ভাটা চালাই কাঠে
নিয়ম-নীতি সব চলে যায় চুলোয়
অফিস টফিস ম্যানেজ করি ডাঁটে
অফিসারের নাকে মুলো ঝুলোই!
-আহাদ আলী মোল্লা