স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলায় সরকারের নির্দেশ অনুযায়ী ট্রেনে নাশকতা প্রতিরোধে রেলপথে আনসার ভিডিপি মোতায়েন করা হয়েছে। প্রতিদিন ৪৮ জন আনসার সদস্য ৬টি গ্রুপে বিভক্ত হয়ে ২ কি.মি. পরপর ৮ জন করে পাহারা দিচ্ছেন।
জানা গেছে, সারাদেশে বিএনপির জামায়াত তথা ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে ট্রেনে নাশকতা ঠেকাতে সরকার রেলপথে আনসাছার ভিডিপি মোতায়েন করেছে। রেলপথে দু কিলোমিটার পর পর ৬টি দলে বিভক্ত হয়ে ৮ জনের দল পালাক্রমে পাহারা দিচ্ছে। তাদের দলে একজন পিসি দলে নেতৃত্ব দিচ্ছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ রেলস্টেশনে পাহারারত পিসি সমির জানান, আলমডাঙ্গা উপজেলার রেল সড়কের কোনো প্রকার নাশকতার ঘটনা না ঘটলেও গত ১২ জানুয়ারি থেকে একটানা পাহারা দেয়া হচ্ছে। ট্রেনে অথবা ট্রেন লাইনে কোনো প্রকার নাসকতার ঘটনা যেন ঘটতে না পারে সে জন্য তারা ২৪ ঘণ্টায় তৎপর রয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা আনসার ভিডিপি অফিসার নূরুল ইসলাম জানান, রেলে নাশকতা প্রতিরোধে রেলপথের পাশে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।