দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিষ্ণুপুর স্কুলমাঠে সিঙ্গাপুর ক্রিকেট একাদশ ও মামা-ভাগ্নে সুপার কিংস ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে।
জবাবে মামা-ভাগ্নে সুপার কিংস ৭৫ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। ফলে সিঙ্গাপুর ক্রিকেট একাদশ ৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ম্যান সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিঙ্গাপুর ক্রিকেট একাদশের মনিরুল ইসলাম। টুর্নামেন্ট সেরা হন একই দলের তানভীর আহম্মেদ। খেলায় আম্পায়ার ছিলেন লিখন ও পাইলট। ধারাভাষ্য দেন শামিম খাঁন।
খেলা শেষে সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হাতেম আলী, জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আকরামুল হক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তানভীর রহমান তরুন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ছাত্রলীগ নেতা মারুফ আহম্মেদ, স্বপন, সাইফুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহফুজুল হক।