দামুড়হুদা দেওলীর খলিল মাস্টারের ইন্তেকাল

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার দেওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান খলিল মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। গত মঙ্গলবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। খলিল মাস্টারের মৃত্যুতে গ্রামের শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। স্ত্রী, এক কন্যা, নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন কবিরাজি করতেন। গতকাল বাদ জোহর গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। খলিল মাস্টারের মৃত্যুতে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আ. রব, অ্যাড. আব্দুল কুদ্দুস, অ্যাড. আ. খালেক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক এম নুরুন্নবী, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি হেদায়তুল ইসলাম ও সম্পাদক সফিউল কবির ইউসুফ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।