চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এনডিসি মুনিবুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত কেদারগঞ্জ বাজারে দেশ ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওধুষ, নিষিদ্ধি ও মেয়াদোর্ত্তীণ ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধ বিক্রি ও মজুদ রাখার অপরাধে ১৯৪০ সালের ১৮ (এ) ধারায় ফার্মেসির মালিক আশরাফুজ্জামান সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দেশ মেডিকেলে থেকেও ওষুধ উদ্ধার করা হয়। উপরোক্ত একই ধারায় দেশ মেডিকেলের মালিক আনোয়ারুজ্জামানকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া রাজু ফার্মেসিতে ড্রাগ লাইন্সেস না করেই ওষুধের ব্যবসা করার অপরাধে ফার্মেসির মালিক রাজু আহমেদকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন ড্রাগসুপার এসএম সুলতানুল আরেফিন ও সদর থানার এএসাই আতিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।