ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কুষ্টিয়া বাসস্ট্যান্ডের একটি ভাড়া বাড়ি থেকে গতকাল বুধবার সন্ধ্যায় মনোয়ার হোসেন (৬৫) নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝিনাইদহ সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের বাসিন্দা। তিনি ইয়েস ক্যাপিটাল মাল্টিপারপাস নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ঝিনাইদহ সদর ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, সাবেক ব্যাংক কর্মকর্তা মনোয়ার হোসেন কুষ্টিয়া বাসস্ট্যান্ডের ভাড়া বাড়িতে একাকী বসবাস করতেন। গতকাল বুধবার দুপুরে কাজের বুয়া খাবার দিতে এসে ভেতরে থেকে কোনো সাড়া না পেয়ে ফিরে যান। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে সন্ধ্যায় মনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে। তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে।