জীবননগর ব্যুরো: গত মঙ্গলবার গভীর রাতে বিকট শব্দে জীবননগর শহরবাসীসহ আশপাশের ঘুমন্ত অধিকাংশ মানুষের ঘুম ভাঙে। বিকট শব্দের পর সাইরেন বাঁজিয়ে দেয় টহল পুলিশের পিকআপ। পটকা, ককটেল না বোমা কোথায় ফাঁটানো হয়েছে শেষ পর্যন্ত অবশ্য তা জানা সম্ভব হয়নি। বিএনপিসহ ২০ দলীয় জোটের চলমান আন্দোলনের মধ্যে রাত হলেই মাঝে-মধ্যে জীবননগরে পটকা, ককটেল অথবা বোমা ফাঁটানো হচ্ছে। অজ্ঞাত দুর্বৃত্তদল নৈশকোচ ও পরিবহন লক্ষ্য করে এবং ফাকা রাস্তা ওপর ককটেল জাতীয় বিস্ফোরক ফাঁটানো হচ্ছে। মাঝে-মধ্যে ফাটানো বিকট শব্দে শহরবাসীর মনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।